মুখে হাসি বুকে কাশি সম্বিত ফেরে না তাহাতে
শব্দ চাই বাজি তাই মামদো ভূত হবে যে তাড়াতে।
স্বাস্থ্য হীন আয়ু ক্ষীণ যক্ষা বাসা বেধেছে বুকেতে
বিড়ি খাই বাজি পোড়াই শব্দবাজি ফাটাই রাতেতে।
ভয় পাই শব্দ তাই জব্দ ভূত হয় যে বাজিতে
নিরুত্তাপ মনস্তাপ ভূতকে ভয় দেখাই অমানিশা তে।
উপদেশ কি আদেশ বিচারক পুলিশ রসাতলে তে
দিওয়ালী ভূতালীর গেরো তাই ছাড়াই বাজিতে।
শিক্ষা মিছে অর্থ আছে বাজি কিনি জানি কোন মদতে
অন্ধকার বন্ধ দ্বার আগুন দিই সর্ব শিক্ষার মুখেতে।
পুষ্টি নাই খুঁটে খাই তবু যাই বাজির বাজার টা ঘুরতে
দেশ জুড়ে সে বাজারে বসে জানি কারা কার মদতে।
কালবেলা ভোরবেলা বন্ধ দম নেই কারো হাতেতে
বদ্যি আছে নার্স আছে পয়সা দিয়ে সব যাবে সারাতে।
বাজি জ্বালি ভূত চালি দুমদাম ফটাফট মাঝরাতে
তেনারা আসকারা পায় যেন কালীপূজো রাতেতে।
যাতে তারা না আসে বাজি জোর সে ফাটে সব ভূত তাড়াতে
শব্দ তাই জোরসে চাই পিলে যাতে চমকায় সে রাতে।
যক্ষা নয় হাঁপানি কেন আসে জানোনি বিষ ধোঁয়া আছে সব বাজিতে
বাজি তবু তো পোড়াই নিজেরাই পুড়ি তাই বৃথা মামদোভূত গুলো তাড়াতে।।