পাবার না আছে কিছু, শূন্য দু’হাত,
হারাবার নেই কোনো ভয়!
পায় পায় পিছু টানে যত ব্যাথা বেদনা
অক্লেশে করি যেন জয়।
লোভ, মোহো, ঘৃণা, দ্বেষ, হিংসা, পাপের বেশে
সদা তারা পিছু পিছু ধায়!
মায়ার সংসারে জানি সব-ই তো শূন্যময়
তবু মায়া দু’হাতে জড়ায়।
পাবার না আছে কিছু, শূন্য দু’হাত,
হারাবার নেই কোনো ভয়!
পায় পায় পিছু টানে যত ব্যাথা বেদনা
অক্লেশে করি যেন জয়।
লোভ, মোহো, ঘৃণা, দ্বেষ, হিংসা, পাপের বেশে
সদা তারা পিছু পিছু ধায়!
মায়ার সংসারে জানি সব-ই তো শূন্যময়
তবু মায়া দু’হাতে জড়ায়।