যাও বা ছিল তোমার আকাশ
মধুক্ষরা ভান্ড,.
কালো তীরের খোঁচায় খোঁচায়
ঘটলো এক কান্ড।
এখন বাতাস তাই তো ভারী
দারুণ শ্বাসকষ্ট,
দিনগুলো সব কুঁজো হয়ে
হচ্ছে মহানষ্ট।
পা দুলিয়ে রাস্তা চলা এখন
বড় শৌখিন ,
আশেপাশে মুখোশ পরে মুখগুলো
সব ক্ষীণ।
যদিও এখন পুরোনো ঘি
ছড়ায় সুঘ্রান,
শত্রু আছে লুকিয়ে ঝোপে
হাতেই মহাবাণ।
তা বলে যে ফানুস হয়ে উড়তে
বড্ড নারাজ ,
একপায়ে তো জোরটা আছে
মাথায় ভাঙুক বাজ।