বাংলা মোদের মাতৃভাষা
বাংলায় গাই গান
ভাষা দিবসে লিখল কবিরা
ভুল বাংলা বানান ।
এই যদি হয় ভাষা প্রীতি
ভাষার সমূল সর্বনাশ
তোদের রচনা পাঠ করে
” মা” ফেলছে দীর্ঘশ্বাস।
চলতি হাওয়ার পন্থী হয়েই
দিস্তা দিস্তা কাগজে
লতা সন্ধ্যা বাপী লাহিড়ীর
পিণ্ডি সাজালি মগজে ।
করোনা নিয়ে ছিলি তোরা সব
আমফানেরই আগে
পালালি দৌড়ে দুজনেই যখন
করল তাড়া রাগে ।
একটা কিছু ঘটলেই তোরা
আহ্লাদে আটখানা
কলমের মুখে গজিয়ে ওঠে
কবিতার কারখানা ।
এখন ভাবছি বসে একা একা
বিধাতার কি দারুণ খেল
সবাইকে তিনি দিয়েছেন যেন
প্লটের কাস্টমাইজড্ মেল ।
ভগা দাদা একচোখো কেন
জানিনা তাও আজ
সবার পাতা পুরষ্কারে ভরে
আমি পাইনা কেন তাজ ।
কি যে ভয়ানক চলছে খেলা
ফেসবুকের পাতা জুড়ে
বাংলা মা আজ পিঠটান দেয়
সে, শরনার্থী নিজ ঘরে ।