মা কালীর দিব্যি বলছি–
ভাত খাইনি দুই দিন।
পেটের ভেতর জ্যান্ত একটা
লাথি মারে সারাটা দিন।
ফুটপাতের ঐ পেলাসটিক
মাথায় ছাদের মতন–
ভোরের বেলা বাতাস লাগে
কাঁপে পেটের রতন।
জানিনা কে দিল পেটে
বাপ ডাকবে কারে?
এই দুনিয়ায় আমরা নাকি
বড্ড নোংরা ,দুষণ ছড়াই !
সমাজের সেই ফুলবাবুরা
নোংরা ঘাটে মোদের দেহে
তারা হলেন গন্যমান্য !
আমরা গরিব, আমরা জঘন্য।
মা কালীর দিব্যি বলছি
ভাত খাইনি দুইদিন—
মা কালী নাকি ইচ্ছাময়ী,
ভাত দে তবে ভবতারিণী।
পেটের ভেতর বাচ্চা কাঁদে—
আমার চোখ জ্বলে,পেটে খিদে।
ভদ্দরনোক অঞ্জলী দেয়–
শুদ্ধ বস্তর ,গরিবরে কাঁদায়।
বলির পাঁঠা মোদের বানায়,
অস্ত্র হাতে কালী মায়ের
মুন্ডমালা দোলে গলে!
পারিস না তুই মাকালী,
গরিবের পেটের ভাত জোগাতে?
তবে তোর খ্যামতা কিসের–
তেলের মাথায় তেল লাগাতে!
মাকালীর দিব্যি বলছি-
ভাত খাইনি দুই দিন।