একদা ঋষিরা মগ্ন পুতঃ যজ্ঞস্থলে
অসুরেরা বিঘ্ন সাধে,
রাশি রাশি হাড় ছুঁড়ে যজ্ঞ পন্ড তরে
বড়োই বিপত্তি বাঁধে।
অসুরের আক্রমণে ভীত দেবগণে
স্বর্গরাজ্য যায় ছাড়ি,
কড়জোড়ে স্তুতি করে সবে নারায়ণে
রক্ষো গো পালন হারী।
সর্বদেবতার তেজে সৃষ্ট দিব্য রমনী
আবির্ভূতা দিব্য অস্ত্রে,
ভয়ঙ্কর সংগ্রামে বধিলা মহিষাসুরে
দশভূজা দশ শস্ত্রে।
অসুর দলনী পাপ বিনাশিনী দুর্গা
আসে যবে মর্ত্য ঘরে,
দেবলোকে নরলোকে হর্ষে পুলকিত
পুষ্প বৃষ্টি সবে করে।