আমাদের বঙ্গে যা আছে সঙ্গে
তা আজি সেজেছে নানা রঙে
বজ্জাতের দল সজ্জিত হয়ে মেতেছে বহু ঢঙে
মহান মহাশয়দের আমলে আদতে যা দেখি সবই যায় বদলে
আজ আর এই বঙ্গে সাধারণ বলে কিছু নেই
সবকিছু ফুলে ফেঁপে তুঙ্গে।
আছে এখানে যাহা।।
সবই যে আজ মহা
আরে ধুৎ…..!
মাথায় হাত দিয়ে ভাবছেন কি মশাই?
মহাভারতেরই অংশ আমাদের এই বঙ্গ
এখানে ধর্ম; কর্ম; রাজনীতি; দুর্নীতি; সেবা-নীতি সমাজনীতিকে সামনে সাজিয়ে সবই হয়…..
তবে হয় যাহা।।
সবই মহা
পুজোতে হয় মহা আয়োজন
তাহাতে হয় মহা ভোগ নিবেদন
জোর জবরদস্তি হয় আদায় মহা চাঁদা
আনন্দ ধ্বনি ওঠে রাশি রাশি—
ডিজে গানে ডিস্কো নাচে রক্তচোষা দাদা,
মহাগুরুর মহাশুরু
গৃহস্থালির বুক করে দুরু দুরু
ধন চুরি; দৌলত চুরি; এবার চুরি করছে গরু
মহাগুনের মহা কীর্তি
এ যেন পরাধীন ভারতের ঐতিহাসিক পুনরাবৃত্তি।
এক যুগে এখানে হচ্ছে মহা দাঙ্গা
একই যুগে এখানে হচ্ছে জাগ্রতদের মেরুদন্ড ভাঙ্গা
মহা যোগে;মহা ভোগে হচ্ছে চুরি শিক্ষা
মহাভাবে হচ্ছে চুরি ভিক্ষা
হয়ে ব্যস্ত করছে তারা স্বাস্থ্য চুরি,
অযত্নে তাই মরছে সদ্যোজাত শিশু ভুরিভুরি।
মহা জনাদেশ।।
মহা সমাবেশ
মহা চামচিকের দল, কিছু আছে মহা কৎবেল
সব ছোট চোরেরা বড় চোরের পাছায় মাখায় তেল
ওহে মহাজন; কোথায় গেলেন?
ওহে মহাজন; কোথায় গেলেন?
পাণ্ডিত্যের ভবিতব্য ব্যক্তিরা সবাই জেলে
বাংলায় আজ দেখি মহা নেতাদের মহা অবদান
মহা শক্তির মহ়া ভক্তিতে দেখি যেখানে ভগবান সেখানেই শয়তান
অশুভ শক্তির মহা সারে ঊর্বর এই মহা বঙ্গ
থালা বোঝাই বাসি ছাই রেখেছো শিক্ষিত যুবকদের জন্য
মহা; মহা; মহা তোড়জোড় বানিয়েছে ওদের অন্ধ্য।
আমাদের শিল্পে চুরি;গল্পে চুরি
আবেদনে চুরি; নিবেদনে চুরি
আমাদের শিক্ষায় চুরি;ভিক্ষায় চুরি
চোরের রাজত্বে পাই শুধুই চুরির গন্ধ।