আমাদের যা আছে সবই মহা।।
আমাদের আছে মহাদেশ; মহাবেশ
মহা সন্দেশ; মহা দরবেশ
আছে মহা প্রবেশ; মহা অনুপ্রবেশ
আছে মহা আনন্দ; মহা প্রেমানন্দ; আছে মহান নিরানন্দ
আছে আমাদের মহা ভোট; মহাজোট; মহানোট
আছে মহা সিঁড়ি; মহাগিরি; মহা নারী;
আরো আছে আমাদের মহা মহা কত কি……!!
যা আছে সব মহা.. মহা.. মহা..
আছে মহা সুগন্ধি মোয়া; মহা ছোঁয়া
আছে মহামানবের ধ্বংসলীলার দোয়া
আছে মহা ঘোর; মহা ভোর; মহা চোর
আছে মহা ভোলা; মহা তোলা; মহা কীর্তি; মহা বৃত্তি
মহা নীতি; মহা অবনতি; মহা দুর্নীতি
আছে মহা সম্প্রীতি; মহা সম্পত্তি; মহা মহা দম্পতি
আছে মহা কীর্তন; মহা বিবর্তন; মহা পরিবর্তন
মহা বিনোদন; মহা আয়োজন; মহা বনভোজন; মহা মন ভোজন
আছে মহা শক্তি; মহা ভক্তি
মহা চাঁদা; মহা দাদা
আছে মহা মহা শুট; মহা লুট; বর্বরতায় ঘূর্ণনের মহা বুট
আছে মহা গুণ; মহা খুন; মহা নুন; মহা বিটনুন
আছে মহা তালা; মহা জ্বালা; মহা মালা
আছে মহা ময়লা; মহা কয়লা,
আছে; আছে; আছে; আছে– মহা অবদান
মহা সমাধান; মহা সংবিধান;
আছে মহা সাজ; মহা লাজ; মহা আওয়াজ
আছে মহা কর্ম সংস্থান………….
রুটি- ঘুগনি- ঝালমুড়ির- কার্যক্রমের বৃহৎ অভিযান।
আমাদের যা আছে সবই মহা।।
আমাদের আছে মহা পিতা; মহা চিতা; মহা গীতা
আছে মহা গন্তব্য; মহা ভবিতব্য; মহা বক্তব্য
আছে সুতো; মহা গুঁতো; মহা ছুঁতো; মহা
আছে মহা ভগবান মহা শয়তান
মহা সংকীর্তন; মহা নিমন্ত্রণ
এই মহা তালিকার মেঘ বালিকা
মহাদের সাথে করে এগিয়েছে একা একা
সাধারণ মানুষ পড়ে আছে ছাঁচে
মহা মানবেরা দেখেনি তা
আছে পড়ে মহানুভব; মহা গৌরব; মহা সৌরভ;
মহা সন্ন্যাস; মহা উপবাস; মহা দলদাস;
আছে পড়ে মহা খনি; মহা ধ্বনি;
তবুও আবার আছে কোথাও কেউ কেউ মহা;
মহা;মহা… জর্জরিত ঋণী।
আমাদের যা আছে সবই মহা।।