ভুল ভাবনার অপরূপ অপমৃত্যু হলে
আনন্দ অরণ্যে ফোটে অনুতপ্ত ফুল ।
নদীকে নিরস্ত দেখে মরা স্রোতে জুড়ে দিই
সাত ঘোড়ার সাহসী সঙ্গম ।
আমারই হারানো গুচ্ছ হেরো দৃশ্যাবলীর
পুচ্ছ ধরে বলি
— আমি সব খুঁত শুষে নেওয়া মাতৃচঞ্চু চাঁদ ,
ভবিষ্য যুদ্ধের শেষ সৈনিক ,
মোহন চুম্বন দিতে জানি ।
মহর্ষি ঈশপ ,
তবুও ছাগল – গাধার মিথ্যা আর
রাখাল – বাঘের সত্য আজও তাড়া করে
কান- চাপা চাপ চাপ ঘুমের ভিতর ।