এভাবে কি চাইলেই—
কাউকে দাগিয়ে দেওয়া যায়
তুমি বিরোধী দলের রাজনৈতিক লোক বলে চিহ্নিত করে?
এভাবে চাইলেই কি—-
কাউকে ছোট করা যায়
তোমার গা থেকে রাজনীতির গন্ধ পাচ্ছি বলে?
এভাবে চাইলেই কি—–
নোংরামি করা যায় যখন তখন
একজন কবি হয়ে অন্য কোন কবির সাথে ?
এভাবে চাইলেই কি——
আপনি পারেন আপনার নাগরিক দায় এড়িয়ে যেতে?
এভাবে চাইলেই কি——-
আপনি ভাল মানুষ হতে পারবেন?
এভাবে চাইলেই কি——–
আপনি ধোয়া তুলসী পাতার চেয়েও পবিত্র হতে পারবেন?
আপনি চাইলেই কি———
এভাবে সব ঠিক গুলো বেঠিক হয়ে যাবে?
আপনি চাইলেই কি———-
এভাবে সব বেঠিক গুলো ঠিক হয়ে যাবে?
আপনি চাইলেই কি———–
কোন বিপ্লবী কবির বিরুদ্ধে কুৎসা রটিয়ে তাকে অন্ধকারে ঠেলতে পারবেন?
আপনি চাইলেই কি————
বিদ্রোহী কবির বিদ্রোহকে বন্ধ করতে পারবেন?
আপনি চাইলেই কি————-
প্রতিবাদী কবির চোখে অপরাধীদেরকে সাধু বানাতে পারবেন?
আপনি চাইলেই কি————–
সব কুলাঙ্গার গুলোকে অলংকার বানাতে পারবেন?
আপনি চাইলেই কি—————
অলংকার গুলোকে কুলাঙ্গার সাজাতে পারবেন?
আপনার মত চালাক কবি চাইলেই কি—–
সকলকে বোকা বানাতে পারবেন?
আপনি চাইলেই কি সব হবে?
তা কি কখনো হয়?
তা কি কখনো সম্ভব?
মনে রাখবেন।
কবি সুব্রত মিত্র এখনো বেঁচে আছে।