ভোজন রসিক বাবু মশাই
জালার মতন ভুঁড়ি,
সকালে চাই লুচি পঞ্চাশ
সব্জির মিষ্টির ঝুড়ি।
বিশাল বপু দমেননা কভু
দাওয়াত ভেট পেলে,
শিলপোঁতা যে পেটখানি তার
সাঁটেন দাঁতটি মেলে।
পরিবেশক দেখে ওঠে আঁতকে
যতোই ভরে পাত্র,
নিমেষে শেষ নেই অবশেষ
কাঁপুনিতে ভরে গাত্র।
ভোজন রসিক বাবু বলেন
আনো মুরগি মাছে,
চিকেন ফ্রাই গোটা দশেক
নিয়ে এসো কাছে।
রসগোল্লা দৈ পায়েস আর
চিতল কলার কারী,
রাখো এনে সারে সারে
বারবার বলতে নারি।
কড়মড় করে মুরগির ঠ্যাঙে
খান চিবিয়ে বাবু,
বিশটি লোকের খাবার সেঁটেও
হননা মোটেও কাবু।