ভাষাগুলো আজ বড্ড বেশি অশ্রাব্য ।
বলতে পারো, আর কত নিচে নাববো !
একটু বিশ্রাম চাই, এসব নিয়েই ভাববো ।
মাতৃভাষা গরিমা আজ কেন লুন্ঠিত ?
মাতৃভাষা উচ্চারণে, কেন আমি কুন্ঠিত ?
মুখ কেন ঢাকো অবগুণ্ঠনে ?
গৃহবন্দী কেন, কেন রয়েছো গোপনে ?
আর একটা কথা বলি তাহলে ,
মেয়ে যখন বাংলা ছেড়ে ইংরাজি বলে ,
মনে, মনে, ভাবি ,
কিভাবে করবো দাবি ,
আমি বাংলাভাষী ।
ইংরাজিটা শেখা ভালো, বাংলার পাশাপাশি ।
কিন্তু নিজ ভাষাকে অবজ্ঞা করে নয় ।
ক্রমে ক্রমে ভিটে ছাড়া হবে পরিচয় ।