বিগত বৃত্ত ছেড়ে কেবলই আগামী বৃত্তে আসি ।
ভুলে যাওয়া নয় , স্মৃতির আবছা ভুলের আয়নায়
বিপন্ন অপরাধ বোধের যজ্ঞ আগুন
দ্বিগুণ করে আক্ষেপের ঘি ।
নোঙরের মায়ামাটি বুকে নিয়ে বেঁচে আছে
বন্দরের বন ।
আমরা কি ফিরে যেতে পারি অবিকল
উৎস বেলায় ?
শেকড়ের অন্ধকার শোক নিতে আমরা প্রস্তুত !
অতীতের এঁটেল বিলাসী মন
পাটের পচাই পড়শি হবে ফের !
অ-সুখ অ- সুখ গন্ধে নাজেহাল নাগরিক
আমরা কি পিছন পিয়াসী পদ্মে
টলোমলো সীমাবদ্ধ স্বপ্ন হতে পারি !
কল্পনায় যেতে পারি ঘুড়ি কৈশোরে ।
ঘুড়ির ভোকাট্টা আয়ু
শর্তে সুখী বাস্তুচর আমরা চাই না ।