কখনো সখনো নিজেকে পাল্টে ফেলতে হয়।
ডানা মেলে নিজেকে মেলে ধরো নতুন ভাবে।
প্রতিবাদী হয়ে উঠতে হয়।
একবার তো আগুন হয়ে ওঠো,
ঝলসে উঠুক তোমায় দেওয়া মিথ্যে অপবাদ গুলো মৃন্ময়ী মায়ের ত্রিশুলে!
জ্বলতে থাকা আগ্নেয়গিরির লাভার মতো নদী হয়ে যাও।
বিনা কারণে অযথা কষ্ট পাচ্ছো!
তবুও তুমি বুকফাটা আর্তনাদ নিয়ে মুখে অমলিন হাসির প্রলেপ লাগিয়ে রেখেছো।
পারছো না তির্যক হেনে অপ্রিয় সত্যি কথা গুলো মুখের ওপর বলে দিতে।
তবে তুমি গাছ মানুষের মতো নীরব হয়ে যাও।
কখনো কখনো চুপ থাকতে জানতে হয়,
জানা আর শেখা যে এক ডালে হয় না।
প্রকৃতি যেমন ঋতু বদলায়,
ফিরে ফিরে আসে বর্ষা, বসন্ত, হেমন্ত ও শীতে কে নিয়ে।
সমুদ্রের বুকে ঢেউ যেমন ফিরে যায়, আবার নতুন উদ্যমে ফিরে আসবে বলে। তাই চলে গেলেই চলে যাওয়ার হয় না।
কতো স্মৃতি বুকে ভরে রাখবে।
ফিরে আসতে হয় নিজের জন্য।
এই দুনিয়ায় কেউ যে কারও আপন নয়!
তবু সবাই নিজের মতো বাঁচে স্বপ্ন নিয়ে।