স্মৃতিগন্ধ উসকে দেয় বিগত কন্ঠস্বর
ফিসফিস শব্দ ছাপিয়ে এগিয়ে আসে কোলাহল
অযুত পদধ্বনিতে মুখরিত মৌন বিকেল
পেছন ফিরতেই শৈশব ডাকে,আয় চলে আয়।
জাতিস্মর অনুভুতির চাদরে ঢাকা ফেলে আসা বর্ণময় অতীত
রঙিন ঝালর ঝলমলিয়ে উঠে অনাবিল খুশিতে
বাঁধনহারা উচ্ছাসে দেদার কুড়োই মণিমুক্তো
প্রাপ্তির ভান্ডার উপচে পড়ে মনসুখ পূর্ণতায়।
অনাহত সুখ স্মৃতি আগলে রাখি পরম মমতায়
আজও সঞ্জীবনী সুধায় উদ্বুদ্ধ অপরাহ্ন বেলা
সময়ের দীর্ঘ ছায়ায় প্রকট হয়ে ওঠে বলিরেখা
এখন তো শুধু চলা সমান্তরাল রেখা বরাবর।
গোধূলির নিষ্প্রাণ ঝরাপাতায় মোড়া শৈশবের জলশাঁস
তবু ধূসর দৃষ্টির আড়ালে জীবন্ত একফালি মরুদ্যান…. শৈশব..