আকাশ বলল হেঁকে “ও মেয়ে রং মাখবি নাকি ? আবির রঙে ছাইল ভুবন তুই কেন রে বাকি ?” কইল মেয়ে হেসে
“রং মাখবো শেষে ,
আসুক মনের মানুষ ,
কৃষ্ণচূড়ার লাল গুঁজেছি চুলে ….
আগুন পলাশ ফুলে ,
উড়ছে ফাগের ফানুস …..
মেখেছি মনে রং
দোলের ছোঁয়ায় রঙিন জীবন
প্রেমের সম্ভাষণ !
কোথায় গেল সে যে !
বসেই আছি সেজে
শূন্য হৃদ আসন ।”
কুহুর মিঠে তান
ভরিয়ে দিতো প্রাণ
বাজত শ্যামের বাঁশি …..
আসত মনের মানুষ
দুচোখ ভরে দেখতো আমায়
বলতো “ভালোবাসি”…..
হাসল আকাশ মনে
দেখলো মেয়ে অপেক্ষাতে
প্রেমের প্রহর গোনে !
প্রভাত এল ছড়িয়ে দিল ঊষার আলোর সুবাস
মহুয়া মাতাল মাদল বাজে শুভ্র চৈত মাস ।
দিগন্ত জুড়ে সেজেছে গোধূলি রক্তিমতা জুড়ে
বনপলাশ ও মান্দার যেন কাঁপছে সুরে সুরে ।
চুপিসারে সন্ধ্যা এল তারার আলো নিয়ে ….
বললো ….”মেয়ে জানিস কি তুই ?
আজকে যে তার বিয়ে” !
কাঁদলো মেয়ে দখিন হাওয়ায় উড়ল এলো চুল
মেয়ের শোকে ঝরল কিছু শুকনো আমমুকুল !
দোলের রাতে পূর্ণিমাতে নদীর বুকের ঢেউ
মেয়ের শোকে পাথর যেন বুঝল না তো কেউ !
খসলো ঝরা পাতা
রামধনু রঙ মাখা
একলা মধুমাস
আসবে কি আর
মনের মানুষ
ঘটবে সর্বনাশ ?
রাত্রি গভীর হল…
জ্যোৎস্না স্নাত নদীর পাড়ে
তখনও মেয়ে বসে…
কেউ কি এল ?
সোহাগ দিল…?
অশ্রু পড়ল খসে .!
বড্ড চেনা অভিমানে…
ভালোবাসি বলল কানে
মরল নিজের দোষে !
হাসল আকাশ হাসল বাতাস শান্ত মেয়ে ধীর
দুলছে দোদুল মাখছে সোহাগ শূন্য নদীর তীর….
হারিয়ে গেল মনের মানুষ বিদায় দিল তাকে….
আসবে ফাগুন জ্বলবে আগুন প্রেমের অপেক্ষাতে….