প্রেমের আবেগে উন্মাদনায়
খোঁজে তাকে পুরনো ঠিকানায়
আবার যদি দেখা হয়ে যায়
কোন এক শ্রাবণ সন্ধ্যায়
মন আজও থাকে সেই প্রতীক্ষায়,
চাঁদনি রাতে পূর্ণিমাতে
দেখা হয় যদি তার সাথে
নিবিড় স্নিগ্ধ জোছনাতে
মন চায় একটু ভালবাসতে।
দমকা হাওয়ায় মন জানলায়
স্মৃতিরা আসে নীরব যন্ত্রনায়
চোখ দুটি ঝাপসা হয়ে যায়
দীর্ঘশ্বাস শুধু দূর সীমানায়।
শুধু একান্তে তাকে বাহুডোরে জড়ায়ে
গোপনে রেখেছে তাকে ভালবেসে হৃদয়ে।