এ কোন নগ্ন মুখের মারী
এ ওকে খুঁতের তীরে বিদ্ধ ক’রে
জয়-মাংস ফালাফালা কাটে !
রোমে রোমে জমে থাকা অতীতের বিষ
খুঁচিয়ে টাঙায় গাছে ঘৃণার বর্বর ।
শূন্য থেকে শুরু নয় , ডুবে ছিলো ভাসে ।
প্রতিপদে মানবতার পোষ্ট মডার্ন রাহুগ্রাসে
লজ্জায় লাল-নীল জীবাণু সভ্যতা ।
শতাব্দীর সংহতি- সুখ , খুল্লাম্ খুল্লা খুলে
সংখ্যাগুরুর শঙ্কালোভী বারবার নামতা পড়ে
— আসলে বিচ্ছিন্ন বীজ ছিলো শুক্রাণু মূলে ।
তবুও মানুষের অসততা ভুলে
প্রকৃতির পালে ওড়ে বাতাসের পাখা ।
একা কবির প্রেমিক জলে ভেসে যায়
শ’য়ে শ’য়ে অলিখিত কবিতার চাঁদ ।
সমাজের দর্পণ হতে হতে
বিশুদ্ধ কাব্যের কূলে ,
কল্পনার পূর্ণ পোয়াতি কুহু
হু হু জ্বলে হা হুতাশ হূলে ।