এপাং ওপাং ঝপাং করে
ঝাঁপাই পুকুর জলে,
সাঁতার কাটি মনের সুখে
দামাল শিশু বলে।
সাঁতার কাটা ভালো ব্যায়াম
শরীর মজবুত করে,
মনে নন্দ থাকলে পরে
পড়াতে মন ধরে।
খেলাধুলা লেখা পড়া
পাশাপাশি থাকে,
আদব কায়দা শিক্ষা দীক্ষা
শেখো সবই ফাঁকে।
চরিত্রটি গঠন করো
ঋজু কঠিন করে,
ভোরের বেলায় পড়া করো
আওয়াজ মুখে ধরে।