তোমার কাছে বৃষ্টি আছে , দৃষ্টি দাও
নিজেই নিজের বিষাদ ডেক-এ ধুম ঘেরাও
শুদ্ধ করো ।
শুদ্ধ করো, হাড়ের ভিতর হূল জমেছে
বিষ বাতিকে বাতের মতোই ভুল বেড়েছে
করছে জড়ও ।
করছে জড়ো দৃশ্য দূরের দূরবীণি চোখ
শোকের শেয়ার বাজার গলে একদলা ঢোক
হিম পাহাড় ।
হিম পাহাড় নিম সাগরে ডুবছে, বুকে
স্রোত পাঠাও, স্মৃতির শূন্য ভুলচুকে
জন্মাবার ।
জন্মাবার ইচ্ছে ভোরের বীজ ফোটাও
মরশুমি না , ভরসা রঙের মূল জোগাও
অঙ্কুশে হাত ।
অঙ্কুশে হাত চালিয়ে জানার স্বেচ্ছাযাপন
সৌরবাগান তোমার ফুলে জীবন জীবন
আলোর প্রপাত ।