পরপর দুটো বসন্তের লজ্জিত ফুল
পৃথিবীর প্রতিটি ঘুমন্ত মানুষের কানে
ফুটন্ত গুঁজে দিলে , ফিসফিস করে বলবে
— অমীমাংসিত যুদ্ধের বিষ বাঙ্কারে
পরের বসন্তে আমরা ফুটব কিভাবে ?
একটার পর একটা বাঁধ , প্রাসাদ আর ভোগের
ঠোক্করে একদা মুক্তধারা ঝুলছি স্বর্গের দ্বারে ,
ঈশ্বরের কাছে সশরীরে পৌঁছবে কিভাবে !
ঘৃণা ভাষণের বাণে বন্ধ হয়ে আসছে চঞ্চু ,
আমরা না গাইলে কি আসবে
আগামী ফাগুনের মুকুলে কুহু’র কিংশুক !
বিজ্ঞানহীন ভুয়ো ইতিহাস বৈচিত্র্যের ভূগোল হারাবে ।
সমুদ্রের আহত ঢেউ বৃথায় আরোগ্য শয্যা
পাতবে নিদ্রার সৈকতে ,
উড়বে না কবির কল্পনা ।
আবারও কি চিরনূতন রবীন্দ্রনাথ
জাগাবেন পুরাতনী আমাদের !
বলবেন– ” বলো , আমি ভালবাসি ” ?