খেলবে হোলি রাই কিশোরী
আজি কানুর সাথে,
হলুদ সবুজ আসমানী রঙ
নেবো সবাই মাথে।
শিমুল পলাশ মাতে রঙে
লালের বর্ণ ধরে,
বসন্তদ্যুত উঠছে গেয়ে
কুহু কুহু করে।
দোল যাত্রাতে রাগ অনুরাগ
আবির মাখার দিনে,
অষ্টসখী খেলে গুলাল
নেয় কানুকে চিনে।
ঘরে ঘরে কৃষ্ণ পুজো
পূর্ণিমাতে রবে,
খোল করতালে যুগল বাজে
সংকীর্তনে সবে।
ভাইচারা আর প্রীতির বন্ধন
থাকবে সমাজ বুকে,
গোপাল প্রেমে ভক্তজনে
নিত্য থাকে সুখে।