কেউ যদি পাশে না থাকে অথবা
কারোর সাড়া যদি না মেলে
বিপন্নতার বিষাদ সাগরে!
তবে একাকী মানসিক শস্ত্রে শান দিতে দিতে
ঘোলাটে দিনগুলোয় সাহস নিক খুঁজে।
সাপেদের হিসহিসানি আশেপাশের স্তব্ধতা ছিন্নভিন্ন করে
অতি ক্ষিপ্রতায় ছোবলে উৎসুক।
তখন অকুতোভয়ে বিজয়ীর নিশান ওড়াতে ওড়াতে
এগিয়ে এসো স্বর্গাদপী গরিয়সী।
কারোর উপেক্ষায় যদি এলোমেলো জীবনে
অসুখের দাপটে ভারী হাওয়া!
কখনো বা মনোমালিন্যের ভয়াল আগ্ৰাসনে
হারিয়ে যায় বাঁচার শৌখিনতা,
তখন এসো এসো এসো সুন্দরের কামনায়
চাতকের আকুলতা গুমরে গুমরে ওঠে।
পতনোন্মুখ সময়ে আঁতিপাঁতি সন্ধানের হাত ধরে
আলোর ঠিকানা পেতে মরীয়া মন।
কেউ যদি এখনো পাশে না থাকে অথবা
কেউ বন্ধু হতে অরাজী দুঃসময়ের ব্যথায়,
তবে সেই নিজস্ব ক্ষমতায় ভর করে
উন্নত হৃদয়ে হয়তো কুড়িয়ে নেবে প্রসন্নতা।