সময়সারণী বেয়ে দাঁড়িয়ে আছি ধূ ধূ প্রান্তরের মাঝখানে,
মায়াহীন এক অদ্ভুত কল্পরাজ্যে বসবাস,
পাওয়া বা না পাওয়ার অনুভূতি টুকুও হারিয়ে গেছে!
কর্তব্যের বেড়াজালে আবদ্ধ,
নিঃশ্বাস প্রশ্বাস ও মাপা সময়ের দাবি করে,
মনের মাঝে লুকিয়ে রাখা চোরাবালিতে ডুবতে চেষ্টা করি প্রাণপণ।
লুকিয়ে রাখা ইচ্ছেগুলো প্রেতর মতো ঘুরে বেড়ায়
ইতস্তত!
আজ খুঁজে খুঁজে ফিরি পৃথিবীর বুকে নিজস্ব ঠিকানা।
ভরন্ত পূর্ণিমার আলোতেও দুর হয় না দুই চোখের অমাবস্যার অন্ধকার।
দিগন্তরেখার পাশে উঠেছিল একদিন রামধনুর রেখা,
গোধূলির আলো ছড়িয়ে ছিটিয়ে চারিপাশে,
দেখেছিলাম এক অদ্ভুত আলোর ছোঁয়া আকাশে।
রাশি রাশি ঝরা পাতায় ঢাকা আমার উঠান ,
নেড়া গাছগুলো স্থির দাঁড়িয়ে আছে চুপচাপ;
কি যেন বলতে চায়?
আমি কান পেতে শুনি!
বলে যায়, একদিন ঠিক আসবে সবুজের দিন!
পুবের আকাশ জুড়ে উঠবে নতুন সূর্য,
শুরু হবে নতুন রঙিন সময়!
মনে রেখো ধৈর্য্য, অন্ধকারে পেয়োনা ভয়।
তাই এখন
মনের মাঝে পুষে রেখে নতুন দিনের সূর্যের আশ,
হাজারো প্রতিকূলতার সাথে করে চলি লড়াই বারোমাস।