তোমার মন খারাপ হলে
আমার বুকের বাম দিকে রক্ত ক্ষরণ হয়
সমস্ত সাজানো ফুল
ভেঙে ধুলো হয়ে যায়
আকাশ রঙ ধুয়ে বির্বণ
মনে হয়
জীবনের সব রঙ রূপ নিংড়ে নিয়ে
আমায় কেউ নির্বাসন দিয়েছে
মনে হয়
স্বপ্ন গুলোকে কেউ
ছুঁড়ে ফেলে এসেছে মৃত কোনো এক যুগে
এতো আঁধারে আমার কষ্ট হয় খুব
তোমার ঠোঁটে সূর্যোদয় হোক
আমি স্নান করে নিই
সজীব হোক আমার
ভেতর বাহির
আরো একবার বেঁচে উঠি
তোমার আলোয়