ধর্মের কল বাতাসে নড়ে
এক চল্লিশ ঊর্দ্ধ ভদ্রমহিলা,তার স্বামী, পুত্র ,কন্যা নিয়ে সংসার।ভদ্রমহিলা ভীষণ পিটপিটে,খিটখিটে।আধুনিক ছেলে মেয়েরা মা বাবার কথা জোর করে শোনে।
সবসময় মা বাবারা ও যে সঠিক বলেন বা করেন তা ও ঠিক নয়।ভদ্রমহিলা প্রতিদিন ই বিছানার চাদর ধুতেন।ছেলেমেয়েরা খাটে বসে খাই..ইত্যাদি ইত্যাদি।
সকাল থেকে ভদ্রলোক ও তটস্থ থাকতেন।এই তোমার পেপার পড়া হয়ে গেলে সুন্দরভাবে ভাজ করে রাখবে কিন্তু।রান্নার মাসী ডানহাত বা বামহাত ,কোন হাতে তরকারি ধরছে,সারাক্ষন লক্ষ্য রাখাই ভদ্রমহিলার কাজ।এটা অবশ্য প্রতি বাড়ি খোঁজ নিলে বেশিরভাগই মহিলায় করেন।সবাই তার সকরি বা এঁটো কাটার জ্বালায় অস্হির।ঘর থেকে কেউ বাথরুমে গেলে ভাল করে জল দিস কিন্তু,মেঝের জল টেনে দিও।মুখে সু /কু বানী চলতেই থাকে।
একদিন ছেলে মেয়ে স্কুলে,বর ও অফিসে
হঠাৎ দুর্যোগ …ভদ্রমহিলা বাথরুমে যায়।সবাই ভাবছেন তো উনি পরে গেছেন ..না না তা নয়_
উনার বাথরুমের দরজা বাইরে থেকে আটকে যায়।কিকরেন সবাই ভাবছেন।কোনো চিৎকার ও কেউ শুনতে পারবে না।
বউটা বরকে whats app করে শোন না তুমি বাড়ি আসবে,তোমার কাছে তো চাবি আছে ।আমি বাথরুমে আটকে গেছি।বর বাড়ি আসে বাথরুম থেকে বউকে উদ্ধার করেন।
আর বলেন ভাগ্যিস তোমার বাথরুমে বসে whats app করার অভ্যাস আছে।
আর চুপিচুপি বলি এই অভ্যেসটা কাউকে বলো না।
আমাদের বেলায় আত্ত নিয়মকানন_ভদ্রলোক বলেন যাই হোক ধর্মের কল বাতাসে নড়ে।