দ্যাখো আমি কী রকম হয়েছি সরল;
পঞ্চাশ বছর ছিলাম দুরূহ, মিশরি ধাঁধার থেকেও দুর্জ্ঞেয়,
আজ রাখালের বাঁশি, ঘাস, মেঘ, পুকুরের জল।
একান্নো বছর কাটলো পাগলামোতে দীর্ঘ জাগরণে;
দুঃস্বপ্নে কেটেছে কমপক্ষে সাতটি দশক;
আজ দুই চোখে ঘুম-কচিপাতা-আমলকি বনে।
চল্লিশ বছর বাইরে থেকেছি-ছিন্নমূল আর বহিরস্থিত;
এবার বাঁধবো ঘর নদী কিংবা পুকুরের পাড়ে;
একটি নারীও হয়তো থাকবে সঙ্গে নিবিড় সুস্মিত।
আবার গুছিয়ে তুলবো দুঃখ আর দীর্ঘশ্বাসগুলো ভাঙাচোরা বুকে;
একটি দুপুর ভরে অন্তত তুলবো বাঁশি কিংবা বেহালায় সুর,
ভুলে যাবো একটি সম্পূর্ণ শতক কেটেছে অসুখে।
দ্যাখো আমি কী রকম হয়েছি সরল;
একটি জীবন ছিলাম দুরূহ, শিল্পের থেকেও দুর্জ্ঞেয়,
আজ ভোরের বাতাস, মাটি, হাঁস, পুকুরের জল।