দুঃখের কালবেলায়
ওই শোন তপ্ত মাটির নিঃশব্দ কান্না ;
নিশ্চুপ অন্ধকারে –
বাজে রূমঝুম রুমঝুম নুপুর কচি পাতায় ।
কিছু না বলা কথার অভিলিপ্সিত অনুররণ ,
বিন্নি সুতোর ঔরস সিক্ত নবসৃষ্টির যাতনা সয়ে
চাপা পড়ে রয় ,
জমানো অনুরাগের চোরা কুঠুরিতে ।
হিরন্ময়তার তীব্র আকর্ষণে
মোহজালে বন্দি হয়ে
অচিন পাখি ধরা দেয় বন্ধ খাঁচার আঁধার ঘরে;
প্রেম দরিয়ায় ভাসায় নিজেকে
ভালোবাসার কটু গন্ধ উপেক্ষা করে।
রঙিন ফাঁদের বিষাক্ত দৃষ্টিতে
বৃথাই খোঁজে –
নকশী কাঁথার মেঠো গল্পের সুবাস ।
আচম্বিতে যখন ফেরে সম্বিৎ –
বিবর্তনের মাঝে মায়াবী আঘাতে
দুমড়ে ফেলে ভালোবাসার অগভীর শিকড় ।
শেষের পরেও একটা শুরু থাকে –
তার পদ ধ্বনি শোনে বৃষ্টি ভেজা চতুর্দশী রাত।