তোমার জন্য………
অনেক কবিতা লিখতে গিয়েও লেখা হয় না
তোমার জন্য……..
অনেক পথ হাঁটতে গিয়েও হাঁটা হয় না
তোমার জন্য……
অনেক কথা বলতে গিয়েও বলা হয় না
তোমার জন্য
প্রেমের সাগরে ডুবতে গিয়েও ডোবা হয় না
তোমার জন্য…….
কাউকে ভালবাসতে গিয়েও বাসা হয় না
তোমার জন্য……..
অনেক ব্যথা সইতে গিয়েও সইতে পারিনা
তোমার জন্য…….
অনেককেই ভুলতে গিয়েও ভুলতে পারিনা
তোমার জন্য……
মায়ার কান্না কাঁদতে গিয়েও কাঁদতে পারিনা
তোমার জন্য…….
বাস্তবে বাস্তবতার সুরে নাচতে গিয়েও নাচতে পারিনা
তোমার জন্য…….
পাখির নীড়ে স্বপ্ন ঘিরে থাকতে গিয়েও থাকতে পারিনা
তোমার জন্য……..
ঘেরা টোপের বিবরণে ব্যাকরণের ছবি–
আঁকতে গিয়েও আঁকতে পারি না
শুধু তোমার জন্যই আমি…
মুক্ত আকাশে ছুঁতে গিয়েও ছুঁতে পারিনা।