তুমি তো যাচ্ছো চলে আমাকে কিছু দাও।
দাও বিষ করি পান, রক্ত করে রেখে দিই রক্তনালিতে;
প্রত্যহ বইবো দেহে সে-দুর্লভ উপহারস্মৃতি।
তুমি তো যাচ্ছো চলে আমাকে কিছু দাও।
বিষাক্ত ছোবল দাও উদ্বেলিত হৃৎপিণ্ডে;
মরণে সজীব করে রেখে দিই অপ্রাপণীয় চুম্বনের দাগ।
তুমি তো যাচ্ছো চলে আমাকে কিছু দাও।
দাও ঘৃণা তীব্রতম, মর্মে প’শে জীর্ণ করি
সব পুষ্প, শিল্পকলা–সভ্যতার হস্তশিল্প–অব্যয় মাধুরী।
তুমি তো যাচ্ছো চলে আমাকে কিছু দাও।
যদি পারো দাও জ্যোৎস্না ব্যালকনিতে,
জীবনের মাংসকোষে, কালের বিরুদ্ধে স্থির ধ্রুবতারা
করে রাখি অমৃতা তোমাকে।