ভেজা বাতাসে কোথা হতে ভেসে আসছে মরমীয়া সুর!
দিগন্ত জুড়ে পাখিরা উড়ে চলেছে দূর– বহুদূর
নীলাঞ্জনা! তুমি কি জানো, আজো আমার হৃদয় জুড়ে শুধুই তুমি!
কবিতার খাতা খুলে বসেছি কিন্তু বুকের ভেতরটা যেন মরুভূমি!
শব্দের বুনোটে আর আগের মতো ছন্দগুলো দেয়না ধরা
তোমার শূন্যতায় বিষাদে ভরা যে আমার বসুন্ধরা
কলমের গভীরতাও হার মানে গো সেই শূন্যতার হাহাকার ঘুচাতে
বসন্ত বাউড়ি মাঝে মাঝেই আসে গান শোনাতে
আর,আমার চোখের দিকে তাকিয়ে বুঝিবা তোমাকেই খুঁজে
রিক্ত মনটা যে ভালোবাসায় দেউলিয়া ঠিক বুঝে গো,ঠিক বুঝে।