কু-ঝিক কু- ঝিক সুরটি তুলে
চলছে যে ট্রেন হেলে দুলে
নানা রাজ্যে যায়,
পাহাড় নদী বন বনানী
পেরিয়ে সে ধায়।
জংশন এলে থমকে দাঁড়ায়
যাত্রী ওঠে কেউ নেমে যায়
মালপত্র সব নেয়,
অবাক খোকা দেখছে চেয়ে
হাততালি সে দেয়।
গাছপালা সব যাচ্ছে সরে
ট্রেনের সাথে পাল্লা ধরে
ভারী সুন্দর রূপ,
লাল নিশানে যেইনা দেখে
ট্রেনের গতি চুপ।
হেঁকে চলে হকার সবে
ঝালমুড়ি খাও তাজা হবে
তেলেভাজা চাই?
চা- গরম মেজাজ নরম
করবে দাদা- ভাই।
নানা জাতির নানা মানুষ
খোশগল্পেতে ওড়ায় ফানুস
মনটা থাকে খুশ,
গন্তব্য স্থল যেইনা আসে
অমনি ফিরে হুঁশ।