ভোরের আলোয় দু’চোখ ভরেছি
সময়ের সাথে দুজনে চলেছি।
যাসনি চলে ডানা মেলে উড়ে
একটিবার আয় আমার ঘরে।
সুখের কথা আজ বলবো তোকে
যা রয়েছে যতনে আমার বুকে।
সত্যি আছি আমি ভীষণ সুখে
পরাণ খুলে কি দেখাব তোকে?
তোর পরশে আছি যে আমি সুখে
মেলে দেখ তোর ওই দুই চোখে।
ফাগুন হাওয়ায় মন উঠেছে দুলে
আজ আছি তাই মনজানলা খুলে।
দেখেছিস সুখ কখনও জীবনে?
বেঁধেছিস সুর মনের সাধনে?
ঘটে যদি জীবনে কখনো অনর্থ
তবুও একসাথে থাকব এই শর্ত।
গোপন করব না কিছু আমি প্রিয়া
ভালবাসার রামধনুতে ভরাব হিয়া।
আজও তো এনেছি লাল গোলাপ
ভাবিস না আবেগে বলছি প্রলাপ।