উত্তপ্ত সভ্যতার ব্রহ্মতালুতে
আগ্রাসী লালার বিষ প্রায় ছুঁইছুঁই !
অনিচ্ছুক কয়লার বিনিদ্র কর্নিয়া
কুলুকুলু ঠান্ডা থিতু ঘুমের প্রত্যাশী ।
যদিও গ্লাসগোর শপথ সংলাপ কিছু
অশ্বত্থামা হত ইতি গজ !
তবুও বিশ্বাসী এ বিশ্বের ছোট বড়
মেজ সেজ আনাচে কানাচে যত ,
আদি আদিম আমাজনবাসী
শেষ রক্ত- ঋণে সবুজের স্বত্ব বাঁচাবে ।
স্বপ্নে ভাসে ভাসচক্ষু জলবায়ু জলজ জীবন ,
আশার শেকড়ে বাড়ে শান্ত আত্মবোধ ।