সত্যিই আজ প্রেম বারোয়ারি
দেখছি কখনো তা রঙবাহারি
ধরে ঘুণ হয় বেশ বাড়াবাড়ি
ঘটে অকালেই তাই ছাড়াছাড়ি।
দেখি কত শত সব আইন
কিনছে গোলাপ দিয়ে লাইন
করছে প্রেমপত্রেই যে সাইন
একেই নাকি বলে ভ্যালেন্টাইন।
সাতদিন ব্যাপিয়া প্রেমের দিন
তারপর প্রেম হয়ে আসে ক্ষীণ,
চোদ্দ ফেব্রুয়ারি হয় অন্তিম
গোলাপ নাজেহাল বৃন্তহীন।