এই শতকের শুরুতে রবার্ট ফ্রস্ট, নিঃসঙ্গ মার্কিন কবি, অশ্বে চ’ড়ে
পৌঁছেছিলেন এক বনভূমির প্রান্তে; তখন দশ দিক ভ’রে
নেমে আসছিলো অন্ধকার। ছিলেন খুবই ক্লান্ত, দুই চোখে তাঁর
জমছিলো ঘুম; তবু প্রতিশ্রুতিবদ্ধ তিনি ঘুমিয়ে পড়ার
আগে যেতে চেয়েছিলেন মাইল মাইল পথ; ওই কবি শেষে
পেরিয়েছিলেন বনভূমি ঘুমিয়ে পড়ার আগে। বহু দূর দেশে,
শতকের শেষ লগ্নে, আমি পৌঁছেছি আরেক বনভূমির প্রান্তে; আমাকে
ঘিরেও নামছে ঘন অন্ধকার; নাম ধ’রে ঘুম আমাকেও ডাকে।
আমার অশ্ব নেই পায়ে হেঁটে আমি পেরিয়েছি পথ নিরবধি;
পা থেকে ঝরছে রক্ত চুঁইয়ে, ফিনকি দিয়ে, তবে শুধু যদি
রক্ত ঝরতো, তাহলেও সুস্থ থাকতাম, আমার দু-পায়ে রক্ত, বুকে
ঘৃণাবিষ; দূষিত আমার রক্ত পঙ্কিল ঘৃণায়। শরীর অসুখে
ভগ্ন; আমারও পাচ্ছে ঘুম, তবে ঘুমোনোর আগে মাইল মাইল যেতে
আমার ইচ্ছে করছে না; ভগ্ন জীর্ণ আমি ইচ্ছে করে মাথা পেতে
শুয়ে পড়ি পঙ্কে, কাদায়; আমি ভুগছি ঘৃণার কৃষ্ণতম জ্বরে,
এক পা-ও না ফেলে এখনি আমার পথের ওপর
ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে।