গন্ধরাজ, যাও তার কাছে, ভরো তাকে অমল জ্যোৎস্নায়;
সুগন্ধে করো পূর্ণ, যেনো সে আবার ফিরে পায়
শুদ্ধতা। সোনালি রোদ, যাও তার কাছে, তাকে
দাও সুস্থতা। দোয়েল, যাও, তোমার নির্মল ডাকে
যেনো জেগে ওঠে সে তোমার মতোই নির্মল
যাও মেঘ, অজস্র ধারায় ঢালো শ্রাবণের জল
তার দেহ ভ’রে, করো তাকে নদী, পলিমাটি,
সবুজ বন্যফুলের মতো করো তাকে খাঁটি;
চাঁদ, যাও, দাও তাকে তোমার পূর্ণিমা,
যাক সে পেরিয়ে তার নষ্ট শরীরের সীমা।
যাও, শিশির, তোমাকে নিয়ে সে আজ উঠুক,
গন্ধরাজ অন্ধকারে আজ সে আবার অম্লান ফুটুক।