খোকা মোদের আজকে প্রথম ,
পড়তে যাবে গাঁয়ের স্কুলে।
মাতা এবে আদর করে ,
নিলেন খোকায় বুকে তুলে ।
এঁকে দিলেন স্নেহের চুমো,
সোহাগ ভরে তার কপোলে।
আশিস করে বলেন তারে ,
জীবন যেন যায় সফলে।
বাবা তারে সঙ্গে করে ,
নিয়ে গেলেন কোলে তুলে।
বলেন খোকায় প্রণাম করো ,
শিক্ষা গুরুর চরণ মূলে।
খোকা যবে করলো প্রণাম ,
শিক্ষা গুরুর চরণ ‘ পরে ।
মুখের থেকে আশিস বাণী ,
স্বতঃই তাহার পড়লো ঝরে।
বললে তারে মানুষ হয়ে ,
করবে তুমি দেশের সেবা।
অনাথ আতুর দুর্গত আর ,
মলিন মুখে আছে যেবা ।
বললে খোকা নোয়ায় মাথা,
করুন মোরে আশিস দান।
মানুষ হয়ে যেন আমি ,
রাখতে পারি দেশের মান।
মাথার ‘ পরে হাতটি রেখে ,
আদর করে বলেন গুরু।
সফল হবে জীবন তোমার,
মনটা দিয়ে করলে শুরু।