শীতের আমেজ সাথে নিয়ে
হেমন্ত যেই আসে,
শিশির ছোঁয়া ধানের শিষে
মুক্তো হয়ে ভাসে।
হেমন্ত যে খুশির মাতন
জাগায় চাষির প্রাণে,
কুয়াশার ওই ভেজা সকাল
হাসে ধানের ঘ্রাণে।
শিশির মাখা সকাল বেলায়
রঙ বাহারি ফুলে,
গাছের শাখে পাখিরা সব
খুশির সুরে দুলে।
নবান্নের ওই উৎসবেতে
হবে পিঠে পুলি,
ঢেঁকিতে পাড় দিচ্ছে বধূ
নোলক ওঠছে দুলি।
খেজুর রসে মন ভরে যায়
দারুণ লাগে খেতে,
নলেন গুড়ের পায়েস পেলে
মনটা ওঠে মেতে।
দীঘির জলে হংস দলে
করছে সুখে খেলা ,
শীতকুয়াশার ভেজা সকাল
সাজায় খুশির মেলা।