পৃথিবীর উষ্ণায়নে গল গলছে বরফ প্রতিদিন,
মহাবিপদে আজ প্রাণিকুল।
বাড়ছে সমুদ্র জলতল, কমছে ভূগর্ভস্থ পানীয় জল,
চলছে আমাদের গতি ক্রমশ ধ্বংসের অভিমুখ।
বিজ্ঞানের সতর্ক বাণী নিই না কানে,
চলি আপন খেয়াল বশে।
ব্যবহার্য প্লাস্টিক জিনিসপত্র ফেলি স্বেচ্ছাচারিতায় যত্রতত্র,
উন্নয়নের নামে শিল্পের বর্জ্য জল গর্ভে ফেলে,
বাড়াই দূষণের মাত্রা অনবরত,
সামুদ্রিক প্রাণী আজ বিপণ্ন।
তবুও নেই হুঁশ,
লেগেছে আগুন বিশ্বের ফুসফুস আমাজনে,
সচেতনার লেশ নেই তাহে বিন্দুমাত্র
মেতে আছি বিশ্ব উন্নয়নে।
আধুনিকতার ছোঁয়ায় বিলাস ব্যসনে,
বাড়াই গ্রীন গ্যাসের মাত্রা লাগামছাড়া।
মেতেছি নগর উন্নয়নের তাগিদে অরণ্য নিধনে,
অক্সিজেনের অভাব প্রাণবায়ু নিঃশ্বাসে।
নানা দূষিত গ্যাস করেছে গ্রাস,
ভয়ঙ্কর এক আগামীর অপেক্ষায় রয়েছি সবে,
ভাবিনা ভবিষ্যত প্রজন্মের কথা।
হয়তো আসছে এমন দিন, প্রাণবায়ুর অভাবে যেদিন….
সলিল সমাধিতে হবে প্রাণিকুল নিঃশ্চিহ্ন,
থাকব ফসিল হয়ে ধরণীর বুকে।
প্রকৃতির উপর অকারণ আঘাতে,
পুড়ছে মানব সভ্যতা তার করাল রোষানলে,
পরিবেশ ভারসাম্য হারিয়ে উন্মত্ত প্রকৃতি নিচ্ছে প্রতিশোধ প্রতিক্ষণে,
সময় এসেছে এবার শপথ নেবার বিশ্ব পরিবেশ দিবসে
গাছ লাগাও, প্রাণ বাঁচাও থাকো সতেজ নিঃশ্বাসে।