জোনাকি জ্বলা রাতের আকাশ চাইছে
একমুঠো প্রেমের রঙিন ছোঁয়া।
একমুঠো আবিরের রঙে রাঙ্গানো বসন্ত
জানান দিচ্ছে তারই অনুভূতির প্রতিক্রিয়া।
হৃদয় রাঙা গোধূলির রঙে,
অনন্ত লাজে রাঙা ফাগুন।
আলতামাখা নূপুর পায়ে,
ছড়িয়েছে নীল আকাশে স্বপ্নের আগুন।
ফুল ছোঁয়া প্রজাপতির রঙিন পরশ ,
করেছে অধরা প্রেম নিবেদন।
বুকের গহীনে জমা বেদনার রঙে এঁকেছে জীবন,
বিরহের মাঝেও চিরসুখী স্বপ্নের সলিল সমাধির অঙ্গন।