শুধু যার কথা মনে পড়লে,
মন পাখির মতো হালকা লাগে,
দিনের শেষে হাজারো ক্লান্তিগুলো ,
উড়ে যায়, হারিয়ে যায় উড়ো মেঘে।
তুমি পাশে থাকলে যতই আসুক,
ঝড়-ঝঞ্ঝা, বাঁধা-বিপত্তি সবকিছু সহজ লাগে।
ভালোবাসা মানে শুধু হাতে রাখা নয়,
একে অপরকে অন্তর থেকে ধারণ করতে লাগে।
শুধু যার কথা মনে পড়লে,
মন পাখির মতো হালকা লাগে,
দিনের শেষে হাজারো ক্লান্তিগুলো ,
উড়ে যায়, হারিয়ে যায় উড়ো মেঘে।
তুমি পাশে থাকলে যতই আসুক,
ঝড়-ঝঞ্ঝা, বাঁধা-বিপত্তি সবকিছু সহজ লাগে।
ভালোবাসা মানে শুধু হাতে রাখা নয়,
একে অপরকে অন্তর থেকে ধারণ করতে লাগে।