উড়ো শব্দেরা এখন আর জ্বালায় না সান্ধ্য বাতি-
ওদের এখন প্রভাত নেই সন্ধ্যা নেই-নেই কোন রোজনামচা!
পিতামাতাহীন সন্তানের মত ওরা এখন এতিম।
ওদের আশ্রয় নেই… আদর নেই.. নেই রসদ.. নেই ছন্দ!
একসময় বাতাসের বুকে উড়ে বেড়ানো শব্দগুলো নিত্য ঘর বাঁধতো।
ইঁটের পাজরে গড়ে তুলতো কাব্য প্রাসাদ।
ছিল শ্রী। ছিল ছন্দ।
তারপর প্রকৃতির নৃশংস তান্ডবে ভাঙলো সাধের ইমারত।
ছাদভাঙা শব্দেরা আজ ফেরারি।
উৎসহীন জলধারা কেমন করে ঝর্ণা রচবে?
ভাসান হয়েছে বিগ্রহ।
নিরূদ্দেশ তাই নিত্য হাটের শব্দতরী….।