আলো খুঁজে চলে প্রহর নিষ্প্রভ বারান্দায়,
রাত জেগে আষ্টেপৃষ্ঠে জড়ায় জোনাকি সুখ,
দুঃখ কতটা গভীর হলে উপচে পড়ে চোখ,
সময়ের বয়সে শুষে নেয় বিগলিত তারল্য,
অস্পষ্ট দাগ রেখে যায় ঝড়ের, ধ্বংসাবশেষের……
না ফেরার দেশে চলে যাওয়া খুব সহজ,
অদর্শনে ঝাপসা হয়ে আসে
চেনা মুখ অবয়ব,
বাষ্পীয় শোক শুষ্ক হতে হতে ফের খুঁজে পায় ছন্দ সম্ভার,
টিমটিমে তারার মেলায় নেমে আসে আবেগের ঢল অশ্রুজল…….
এঁটেল মাটি ধরে রাখে প্রদীপের ঘনবদ্ধতা,
একপ্রস্থ অন্তঃসারশূন্য সংলাপ প্রলাপ বকে অবিরাম,
রাতপাখিরা জেগে থাকে দীর্ঘ ছায়াশূন্য আঁধারে,
সত্যের নির্মম পরিহাসে মৌন মুখর নিস্তব্ধতা,
যন্ত্রণার টলটলে চোখ জরীপ করে চৌকাঠে একবিন্দু আলো……..