সবুজ ধুতি মনে ফুর্তি
পৈতে গলায় দিয়ে,
হাতে দিয়া প্রদীপ নিয়া
আরতি দেয় প্রিয়ে।
টিকি মাথায় তিলক কাটায়
পাক্কা বামুন সাজে,
বাটুল দেখি পুরুত সেকি
ঘন্টা কতক বাজে।
পুরুত বদল বাটুল সদল
ঠাকুরের কাজ করে,
নাটক বাজের আপন রাজের
কাজটা মনে ধরে।
নাচের বোলে ধরার কোলে
সকলের মন জয়ে,
বাটুল সোনা হাতে গোনা
থাকো রয়ে সয়ে।
পৈতের খেলা দেখায় মেলা
অংবং করে পুজো,
আহা বাটুল চপল চাটুল
পাড়ার মধ্যে খুঁজো।
আহা মানুষ ওড়াও ফানুস
জপের মালা ধরো,
বাটুলের নাম পুরুতের কাম
ওষ্ঠে খানিক ভরো।