আমরা ছাত্র-ছাত্রী
শিক্ষক-শিক্ষিকা আমাদের গুরুজন,
আমাদের অভয় দাত্রী,
আমরা ছাত্র-ছাত্রী।
একমনে লিখি পড়ি আর ছবি আঁকি
মাঠে খেলি দৌড়াই ,দেখি গাছে পাখি ।
গান গাই ভাত খাই স্কুলে ভারী মজা
দুষ্টুমি করলে মিলবেই সাজা ।
মা-বাবা ঠাকুমাকে কত ভালোবাসি
দাদা দিদি ভাই বোন প্রিয় মেসো মাসি ।
পিসি কাকা আর যত আছে প্রিয়জন
সকলের আদরেই ভরে থাকে মন।
পড়াশুনা ধ্যান জ্ঞান , মন দিয়ে পড়ি
ইসকুলে আসবই এ শপথ করি।
মানুষটা হতে হবে শিক্ষাই তাজ।
কাল যেটা করবো সেটা হোক আজ…