মাটিতে এলিয়ে পড়ে আছে আমার অভিন্ন শরীর,
সবুজ ভেবে ছুঁয়ে ধরেছি বিমর্ষ পাতা,
উত্তরের যেই জানালা দিয়ে রোজ রোদ্দুর নামে,
তার নীচে লিখে রেখেছি সাদর আমন্ত্রণ।
ভাতঘুম সেরে আমি বড় ক্লান্ত,
এবার একটু বিশ্রাম চাই নিরিবিলিতে,
গোধূলির আমন্ত্রণে খুলে দাও দখিন দুয়ার
দেখো,নিকোনো উঠোন কেমন তলিয়ে গেছে বানভাসি জোছনায়,
যদিও বনভোজনের আনন্দে আত্মহারা কেউই যায়নি বনে।
আমার তৃষ্ণার্ত রাত কেটেছে মরুভূমির শুষ্কতায়-
এখন আর ভাব ভালোবাসার অবকাশ নেই,
ফিরে আসুক যে যার মতো করে,
সবার হাতেই থাকুকনা দুটো করে চারাগাছ,
নয়তো আজীবন নির্জলা উপবাস…………..