আজি বসন্তে, মধুমাসে
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার দল
ফুটেছে, সর্বনাশে।
একান্ত অনাদরে
ঝোপের আড়ালে রুদ্র পলাশ ,
ফুটে আছে থরে থরে।
অশোকের লালে লাজে রাঙা মুখ,
ভীরু কম্পিত দুরুদুরু বুকে-
কি এক অজানা সুখ !
কপালেতে তার আবীরে রাঙানো
গোল টিপ এক খানা,
হাতখানি রাখা হাতে।
আজি এ বসন্তে উষ্মা ছড়ানো পথে
উতলা বাতাস ব্যাকুল ব’য়েছে প্রানে,
স্বপ্ন জড়ানো মন নিয়ে মাতে
মিলন পিয়াসে,আকুল তিয়াসে
মুখোমুখি দুইজনে।