চলার পথে জীবনের বাঁকে বন্ধু হয় বহুজন,
সত্যিকারের বন্ধু মেলে তার মাঝে কয়জন!
ভরসার হাত এগিয়ে দিয়ে বলবে সে এসে…
আছি আমি, আছি তোর পাশে…..
ভয় নেই আছি চিরকাল তোর বিশ্বাসে।
বন্ধু মানে শুধু ঘোরাঘুরি একসাথে হৈ হট্টগোল,
বন্ধু মানেই তর্ক বিতর্ক অকারণ গন্ডগোল।
বন্ধু মানে মনের ঘরে খোলা বাতায়ন,
বন্ধু মানেই সাহচর্যে মনোবেদনা নিবারণ।
বন্ধুর বিপদে বন্ধু নির্ভয়ে হয় আগুয়ান,
ভাবে না নিজের কথা, ভাবে না পরিণাম।
বন্ধু মানে অন্তরের নিপাট খোলা জানালা,
থাকেনা সেথা কোন ছলচাতুরী, থাকেনা ছলা কলা।
বন্ধুর কষ্টে নয়নবারি অঝোর ধারায় ঝরে
হাজার বাধা পেরিয়ে হাত, শক্ত করে ধরে,
উল্লাসে উদ্বেলিত হয় বন্ধুর খুশির খবরে
হিংসার অনলে জ্বলেনা কভু সুখ সমাচারে।
লিঙ্গ,শিক্ষা,সম্পদে কভু হয়না বন্ধুত্বের বিচার
পরম বন্ধুত্ব লাভ ঈশ্বর প্রেরিত মহা উপহার।
বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে নির্মল ,
সত্যিকার বন্ধু যদি পাও পাবে বুকে বল।
বন্ধু বোঝে না ধনী দরিদ্র বোঝে শুধু প্রাণের টান
সুখ-দুঃখের পরম সঙ্গী রাখে ভালোবাসার মান।
বন্ধুত্বে নেই জাতপাত, নেই বিশেষ কোন বর্ণ
বন্ধু মানে উজ্জ্বল আলোকে প্রভাতী স্বর্ণালী চূর্ণ।
বন্ধু মানে হরিহর আত্মা হৃদয়ের স্পন্দন,
নাইবা থাকল রক্ত বা সম্পর্কের বন্ধন ।
হিংসা ,দ্বেষ, নিন্দা- কভু বন্ধুর তরে নয়,
নিষ্পাপ আর অমলিন হোক বন্ধুর পরিচয়।