জীবে সেরা জন্ম নিয়ে
এলে এই না ভবে,
মিছে অহং নিয়ে মত্ত
কেন মানুষ তবে?
অহং অতি মন্দ রিপু
বুদ্ধিটা নাশ করে,
রাজা মন্ত্রী উজীর হলেও
অহং দোষে মরে।
ক্ষুদ্র অতি তুচ্ছ হলেও
করতে নেইকো হেলা,
স্বয়ং বিধি কৌতুক রসে
করছে বসে খেলা।
গরিব দুঃখী মানুষদেরে
দেয় কি কেহ মূল্য!
ধনীর সাথে গরীবের কি আর
হতে পারে তূল্য?
শ্রমিক,চাষা মজুর সবাই
দিনরাতে খাটে,
অভাব তবু বারোমাস যে
থাকেই লেগে বাটে।
সমাজ নামক ছত্রছায়ায়
ধনী গরিব থাকে,
তাঁদের শ্রমে সব মানুষে
সুখের ছোঁয়া মাখে।